Esho Kichhu Shikhi

সি ড্রাইভের জায়গা কম থাকার সমস্যা সমাধান |

সি ড্রাইভের জায়গা কম থাকার সমস্যা সমাধান

 

আমরা যারা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করি তারা প্রত্যেকেই জানি যে একটা সময় পারে আমাদের ল্যাপটপ বা কম্পিউটার কোনো সফটওয়্যার ইনস্টল করা জরুরি হয়ে পরে কিন্তু তখন সি ড্রাইভ কোনো জায়গা থাকে না তাই কিছু ফাইল ডিলিট করতে হয়, কিন্তু যদি অন্য ড্রাইভ এ বেশি জায়গা থাকে তাহলে এই সমস্যা থেকে বাঁচা যায় ।

 

চলুন জেনে নেওয়া যাক কিভাবে এটা করবেন?

 

এটি করার জন্য আমাদের প্রথেমে যেতে হবে সি ড্রাইভ এ যেখানে প্রোগ্রামে ফাইল থাকে । বেশির ভাগ প্রোগ্রাম ফাইল প্রোগ্রাম ফাইল এর মধ্যে থাকে তাই আমরা প্রোগ্রাম ফাইল টি ওপেন করবো যে সফটওয়্যার টি কে অন্য ড্রাইভ এ ট্রান্সফার করতে চাইছি তার প্রোগ্রাম ফাইল টিকে ওপেন করবো এবং আইকন তীর উপর ক্লিক করে রাইট ক্লিক করলে কপি এস এ পথ অপশনস শো হবে সেটা তে ক্লিক করে পথ টিকে কোপে করে নেবো ।

 

এবার আমাদের প্রয়োজন দুটি cmd কম্যান্ড ১ robocopy “source” “destination” /sec /move /e

২ mklink “SOURCE” “DESTINATION” /j

 

এবার প্রোগ্রাম ফাইল যে পথ টি কপি করে রেখেছিলাম সেটা ১ নো কম্যান্ড এর source যেখানে লেখা আছে সেখানে “সোর্স ” সহ পথ টি পেস্ট করে দেব ।

এবার যেতে হবে আপনি যে ড্রাইভ আপনি ইনস্টল হওয়া সফটওয়্যার টিকে ট্রান্সফার করতে চাইছেন সেই ড্রাইভে এবং সেখানে একটি ফোল্ডার create করতে হবে আপনি নাম যা খুশি তাই দিতে পারেন।

তার মধ্যে আপনি যে সফটওয়্যার টি ট্রানফার করতে চাইছেন সেই নাম একটি ফোল্ডার বানাবেন ।

এবার সেই ফোল্ডার তীর উপর রাইট ক্লিক করে কপি এস পথ করে পাথ কপি করে আসুন ১ নো কম্যান্ড এ যেখানে “destination” লেখা কাছে সেখানে “destination” পুরোটা সিলেক্ট করে আপনি যেটা কপি করেছিলেন সেটা পেস্ট করুন।
এবার ১ নো কম্যান্ড এর robocopy থেকে শুরু করে পুরো কম্যান্ড টিকে কপি করে যাবো cmd তে এবং সেখানে এই কপি করা কম্যান্ড টিকে পেস্ট করবো ও এন্টার প্রেস করে কম্যান্ড টিকে রান করবো
কিছুক্ষন টাইম নেওয়ার পর আপনার সফটওয়্যার টি অন্য ড্রাইভ ট্রান্সফার হয়ে যাবে ।

এবার আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনাকে জংশন create করতে হবে । জংশন মানে হলো আপনি যে সফ্টওয়ার টি ট্রান্সফার করলেন সেই সফটওয়্যার টি যে pathe ইনস্টল করা ছিল সেই পথে যখন কোনো রিকোয়েস্ট আসবে তখন সেই রিকোয়েস্ট টি কে আপনি সফটওয়্যার টি কে যে ড্রাইভ বা পথে মুভ করলেন সেই পথে রে ডাইরেক্ট করে দেবে ।

এর জন্য আমরা ২nd কম্যান্ড টি ব্যবহার করব ।
আগের মতো সোর্স এর জায়গায় আপনার সফটওয়্যার তীর পুরোনো পাথ পেস্ট করুন এবং “DESTINATION” এর জায়গায় সফটওয়্যার টি যেখানে মুভ করতে চাইছেন বা করেছেন সেই পাথ টি পেস্ট করুন।

পুরো কম্যান্ড টি কে কপি করুন cmd তে যান পেস্ট করুন এবং এন্টার মারুন।

 

এবার আপনি মেনু তে গিয়ে আপনি যে সফটওয়্যার টি কে ট্রান্সফার করেছিলেন সেটি কে রান করে দেখুন ঠিক থাকে চলছে কিনা । আশাকরি ঠিক থাকে চলবে কোনো অসুবিধে হবে না । এবার আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপের সি ড্রাইভে গিয়ে দেখুন কত তা জায়গা খালি হলো ।

How to set auto-responder gmail

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top